Friday, July 3, 2015

কৃত্রিম বার্তা
সোহরাব রানা


এস.এম.এস এর বিনিময়ে চলে-
রাত জাগার তাড়না,
মুঠোফোনে এলো এস.এম.এস
ঘুম পেল ছলনা।
অভ্যর্থনা পাঠানো হল
ঘুম এবার বিদায় বাড়ি,
উত্তর-প্রশ্ন, চাওয়া-পাওয়া
আদান-প্রদান, তরি-ঘরি।
মনে প্রাণে অবিরাম
ভালোবাসা আছে সমান,
দু-জনার দুজনকে
পাবে কাছে হবে প্রমাণ।
রাত্রীর রূপ গভীর প্রহরে
আলাপনে মধুরতায়,
ইচ্ছে সাঁজে কুড়ি ভাজে
প্রেম সুতার স্বপ্ন কাথায়।
বার্তা পাওয়া থমকে গেলে
বুকের ভেতর আগুন জলে,
ছটফটে মন ভাবতে লাগে
মনে হয় বুঝি হারিয়ে গেলে।
উল্টো ঘুরছে প্রেমের ঘড়ি
ঘন্টা পরল বেদনার কাটায়,
ঘন্টা-মিনিট, সেকেন্ড সবই
কষ্টের তালে আমায় লুটায়।
মুঠোফোন বেজে উঠল আবার
নতুন বার্তা পাঠালে তুমি,
সুখের নাউয়ের রঙিন পালে
লাগলো হাওয়া স্বর্গ দামী।
বার্তা পড়ে বুঝতে পারলাম
ডাকছে তুমায় ঘুমপাড়ানী
বিদায় দিতে চাইছে না মন,
দুঃখে হাসছে হৃদয়খানী।
কৃত্রিম বার্তার সার্থকতায়
দ্রুতগামী হল প্রেমের বাহন,
সম্পর্ক চড়ে সেই বাহনে
স্টেশন মোদের অতি আপন।

Sunday, July 28, 2013

মোবাইল কন্যা


নাম জানা এক শপিং মলে
মোবাইল ফোনের একটি ছোট্ট স্টলে,
সুন্দরী এক মেয়ে সেথায় ছিল
অল্প দেখাতেই তাকে লাগে ভাল।
চেহারা তার মায়ায় যেমন,
কথা বার্তায় মধুর আপন।
সুখের হাসি, সুরের বলা, বিজলী চোখের চাওয়া,
হৃদয়েতে লাগছে ভাল, প্রেমের পরশ পাওয়া।
মোবাইল ফোনের বিস্তারিত,
পাকলিককে ভালই বুঝিয়ে দিত।
আকাশ ছোঁয়া মোবাইল দামে,
সবাই কি আর কিনতে জানে?
উদ্দেশ্য কি আর শুধু মোবাইল নয়রে,
সবার ভাবনা তাকেই ঘিরে।
ইস্ত্রী ভাজের মিষ্টি কথা,
পড়ছে নাযে কারো চোখের পাতা।
বিশেষ করে পুরুষ গণে,
ভির বাড়াচ্ছে তারই পানে।
আমি কেন ভয়ে আছি -
লজ্জা পাচ্ছি মিছামিছি,
তাইতে দুরে সরে যাচ্ছি,
চোখ দুটো তবুও তার কাছাকাছি।
অবশেষে ফিরে এলাম,
তার চিন্তা মাথায় রেখে দিলাম-
সকাল বেলা ভূলে গেলাম,

নতুন কাউকে খুঁজে পেলাম।