Tuesday, March 19, 2013

ঢাকা

 

টাকার মোহ ঢাকার বাড়ি
রঙিন আলো যন্ত্র গাড়ি
ছুটছে মানুষ জমছে পাড়ি
পথ গুলো সব আড়াআড়ি

কর্ম, ধর্ম করছে দলে
আপন চাওয়ার মনোবলে
কাজের বেলা হট্টোগোলে
ধরছে মাছ, না ছুয়ে জলে

থামল গাড়ি জ্যামের পানে
গণ সমাবেশ যানবাহনে
করছে তর্ক যাত্রীগণে
দেশ বিষয়ে আপন মনে

জমল তর্ক দু-পক্ষ নিয়ে
দোষ-গুণ সব দিচ্ছে দিয়ে
নিজের গুলো সব হলদে টিয়ে
আর বাকী যত শকুন হয়ে

চাকুরী বাবু চাকরীর তরে
স্বপ্ন যে তার আকাশে উড়ে
বায়োডাটা হাতে করে
ঘুরছে-ফিরছে অফিস ধারে

ইন্টারভিউ খুব ভালই যাবে
এই চাওয়া সে মনে রবে
মোটা ভাল বেতন পাবে
এবার চাকরী হবেই হবে

বাড়িওয়ালা মাসের শেষে
ভাড়ার হিসাব ভালই কষে
ভাড়াটিয়ার ভর চিন্তা আসে
মাস শুরু তার দেনা পাশে

দেনা-পাওনা গেলে মিটে
চলতি মাস আবার পিঠে
কঠিন জীবন মরিচ বাটে
শেষ হয় না চিন্তা পাঠে

গল্প ইহা ঢাকার গল্প
শেষ নেই যার শুরু অল্প
রাজধানী নামের বিরাট প্রকল্প
শান্তি হোক সবার সংকল্প।