Thursday, March 21, 2013

রোদের কাটা


















এক ঝলকের রোদের আলো,
ঘুচায় যত আঁধার কালো।
ভোরের রোদে শিশির শুকায়,
দিনের শুরু কর্ম দেখায়।

ব্যস্ত ভাবনায় মানুষ ভাসে,
আশার ভেলায় রঙিন তাসে।
রোদটা যখন মাথার উপর,
অল্প বাকী হতে দুপুর।

অম্ল ঘামে ক্লান্ত পথিক,
মাতাল মোহ এদিক-ওদিক।
দুপুর যখন বয়ে এলো,
কর্ম স্বজ্জা থমকে গেল।

ভাল-মন্দ ভূড়ি ভোজন,
অতি তৃপ্তি আপন যোজন।
কুসুম রঙের বিকেল সূরে,
কিশোর খেলে মাঠের ধারে।

কিছু কর্ম হরেক ছুটি,
ইচ্ছে সাজে পরিপাটি।
সন্ধ্যায় রোদ বিদায় পানে,
ফিরার যাত্রা জনে জনে।

গগন যখন আধার হল,
তারার মেলা প্রকাশ পেল।
সন্ধ্যার পর এলো রাত্রি,
আমরা সবাই ঘুমের যাত্রী।

ভোরের চিন্তা মাথায় রাখি,
ঘুমের ঘরে স্বপ্ন দেখি।