প্রথম বৃষ্টি
সোহরাব রানা
হঠাৎ যেন হারিয়ে যাওয়া
কল্পনার বর্তমান ভূবনে,
ক্লান্ত সরল মনের চাহিদা
মিটাবো পিপাসা কেমনে।
রোদটা যেন লুকিয়ে হাসছে
মেঘের বাড়ির আড়ালে,
ঝড়বে বৃষ্টি আকাশে মেলে
বজ্র দু-হাত বাড়ালে।
কেমন রূপে ভেজাবে নগর
টুপটাপ ফোটা বৃষ্টি,
চেয়ে আছি তাই গগন পানে
মেলে আপন দু-দৃষ্টি।
ঝড়ছে বৃষ্টি অবশেষে আজ
গ্রীষ্মের প্রথম যাত্রী হয়ে,
রাস্তার পথিক থামলো দু-পাশে
কাজ গুলো যেন তার হলো রয়ে।
কর্ম সময় যাই বলোক আজ
মানব না কোন সালিশ,
ভেজাব আমার ইচ্ছে মতো
মনের পাথর বালিশ।