ষোল আনা মাস হতে এই
ফুড়াল দশ আনা,
বাকী হয় আনার হিসাব কোথায় মেটাবো
তার নেই আর জানা।
হিসাবে হিসাবে হয়
ফলেরও গরমিল,
ডোবা-পুকরে সাঁতারে দেখায়
রঙিন পদ্মের ঝিল।
ভেড়ার গাড়িতে মোর চলা দিবানিশি
পথের চারিপ্রান্তে,
জানাই সবে পঙ্খিরাজ বলে
তারাও চড়ে রাজে নিজের স্ব-জান্তে।
ঘুমের মাঝে স্বপ্নের এক ঘুম
সেই ঘুমে হয় বাচার স্বপ্ন,
দুই ঘুম নিয়ে জীবন জগৎ আমার
যেন কয়লা ধুয়ার যত্ন ।
আশার পরিভাষা কতনা কঠিন
কতনা দিঘময়,
অভ্র শোধন করবে যে জন
পাবে সে রাশি, যাতনা সর্বজয়।