Thursday, March 14, 2013

কূপ



আমার এই পৃথিবীটা
শুধু আমারই
শুধু শুধু স্বপ্নের হাতছানী,
ডানা বাধা পাখি আমি-
ভবিষ্যতের রাজরানী
আজ এই একলা কুটিরে-
ভাবনার অভিধানে খুঁজি,
এলোমেলো জীবন ব্যাকরণ-
আমার উত্তরের পরের ঝড়ে বুঝি
সকল জীব জীবন কী এমনই আছে-
যার আপন চাওয়া তার সবার,
সময়ের বেগে ফলাফল হয়-
গুণ নয়, যোগ নয়, ভাগ-বিয়োগ পাবার
উপরের থেকে চাওয়া আমার কত হবে-
যা আমি পাই তা ফুড়ায় দু-চার আহার-এ,
সর্বযোগে আশা আপন একক পাওয়া নয়-
যদি না হয় কূপ, না হোক,
হলে সবার ভরপূর-এ।