Thursday, March 21, 2013

রোদের কাটা


















এক ঝলকের রোদের আলো,
ঘুচায় যত আঁধার কালো।
ভোরের রোদে শিশির শুকায়,
দিনের শুরু কর্ম দেখায়।

ব্যস্ত ভাবনায় মানুষ ভাসে,
আশার ভেলায় রঙিন তাসে।
রোদটা যখন মাথার উপর,
অল্প বাকী হতে দুপুর।

অম্ল ঘামে ক্লান্ত পথিক,
মাতাল মোহ এদিক-ওদিক।
দুপুর যখন বয়ে এলো,
কর্ম স্বজ্জা থমকে গেল।

ভাল-মন্দ ভূড়ি ভোজন,
অতি তৃপ্তি আপন যোজন।
কুসুম রঙের বিকেল সূরে,
কিশোর খেলে মাঠের ধারে।

কিছু কর্ম হরেক ছুটি,
ইচ্ছে সাজে পরিপাটি।
সন্ধ্যায় রোদ বিদায় পানে,
ফিরার যাত্রা জনে জনে।

গগন যখন আধার হল,
তারার মেলা প্রকাশ পেল।
সন্ধ্যার পর এলো রাত্রি,
আমরা সবাই ঘুমের যাত্রী।

ভোরের চিন্তা মাথায় রাখি,
ঘুমের ঘরে স্বপ্ন দেখি।

Tuesday, March 19, 2013

জীবন জগৎ
















ষোল আনা মাস হতে এই 
ফুড়াল দশ আনা,
বাকী হয় আনার হিসাব কোথায় মেটাবো
তার নেই আর জানা। 

হিসাবে হিসাবে হয়
ফলেরও গরমিল,
ডোবা-পুকরে সাঁতারে দেখায়
রঙিন পদ্মের ঝিল। 

ভেড়ার গাড়িতে মোর চলা দিবানিশি
পথের চারিপ্রান্তে,
জানাই সবে পঙ্খিরাজ বলে
তারাও চড়ে রাজে নিজের স্ব-জান্তে। 

ঘুমের মাঝে স্বপ্নের এক ঘুম
সেই ঘুমে হয় বাচার স্বপ্ন,
দুই ঘুম নিয়ে জীবন জগৎ আমার
যেন কয়লা ধুয়ার যত্ন । 

আশার পরিভাষা কতনা কঠিন
কতনা দিঘময়,
অভ্র শোধন করবে যে জন
পাবে সে রাশি, যাতনা সর্বজয়। 

ঢাকা

 

টাকার মোহ ঢাকার বাড়ি
রঙিন আলো যন্ত্র গাড়ি
ছুটছে মানুষ জমছে পাড়ি
পথ গুলো সব আড়াআড়ি

কর্ম, ধর্ম করছে দলে
আপন চাওয়ার মনোবলে
কাজের বেলা হট্টোগোলে
ধরছে মাছ, না ছুয়ে জলে

থামল গাড়ি জ্যামের পানে
গণ সমাবেশ যানবাহনে
করছে তর্ক যাত্রীগণে
দেশ বিষয়ে আপন মনে

জমল তর্ক দু-পক্ষ নিয়ে
দোষ-গুণ সব দিচ্ছে দিয়ে
নিজের গুলো সব হলদে টিয়ে
আর বাকী যত শকুন হয়ে

চাকুরী বাবু চাকরীর তরে
স্বপ্ন যে তার আকাশে উড়ে
বায়োডাটা হাতে করে
ঘুরছে-ফিরছে অফিস ধারে

ইন্টারভিউ খুব ভালই যাবে
এই চাওয়া সে মনে রবে
মোটা ভাল বেতন পাবে
এবার চাকরী হবেই হবে

বাড়িওয়ালা মাসের শেষে
ভাড়ার হিসাব ভালই কষে
ভাড়াটিয়ার ভর চিন্তা আসে
মাস শুরু তার দেনা পাশে

দেনা-পাওনা গেলে মিটে
চলতি মাস আবার পিঠে
কঠিন জীবন মরিচ বাটে
শেষ হয় না চিন্তা পাঠে

গল্প ইহা ঢাকার গল্প
শেষ নেই যার শুরু অল্প
রাজধানী নামের বিরাট প্রকল্প
শান্তি হোক সবার সংকল্প। 


Thursday, March 14, 2013

কূপ



আমার এই পৃথিবীটা
শুধু আমারই
শুধু শুধু স্বপ্নের হাতছানী,
ডানা বাধা পাখি আমি-
ভবিষ্যতের রাজরানী
আজ এই একলা কুটিরে-
ভাবনার অভিধানে খুঁজি,
এলোমেলো জীবন ব্যাকরণ-
আমার উত্তরের পরের ঝড়ে বুঝি
সকল জীব জীবন কী এমনই আছে-
যার আপন চাওয়া তার সবার,
সময়ের বেগে ফলাফল হয়-
গুণ নয়, যোগ নয়, ভাগ-বিয়োগ পাবার
উপরের থেকে চাওয়া আমার কত হবে-
যা আমি পাই তা ফুড়ায় দু-চার আহার-এ,
সর্বযোগে আশা আপন একক পাওয়া নয়-
যদি না হয় কূপ, না হোক,
হলে সবার ভরপূর-এ। 

Wednesday, March 13, 2013

প্রথম বৃষ্টি



প্রথম বৃষ্টি 
 সোহরাব রানা 

হঠাৎ যেন হারিয়ে যাওয়া
কল্পনার বর্তমান ভূবনে,
ক্লান্ত সরল মনের চাহিদা
মিটাবো পিপাসা কেমনে। 
রোদটা যেন লুকিয়ে হাসছে
মেঘের বাড়ির আড়ালে,
ঝড়বে বৃষ্টি আকাশে মেলে
বজ্র দু-হাত বাড়ালে। 
কেমন রূপে ভেজাবে নগর
টুপটাপ ফোটা বৃষ্টি,
চেয়ে আছি তাই গগন পানে
মেলে আপন দু-দৃষ্টি। 
ঝড়ছে বৃষ্টি অবশেষে আজ
গ্রীষ্মের প্রথম যাত্রী হয়ে,
রাস্তার পথিক থামলো দু-পাশে
কাজ গুলো যেন তার হলো রয়ে। 
কর্ম সময় যাই  বলোক আজ
মানব না কোন সালিশ,
ভেজাব আমার ইচ্ছে মতো
মনের পাথর বালিশ।