নাম জানা এক
শপিং মলে
মোবাইল ফোনের একটি
ছোট্ট স্টলে,
সুন্দরী এক মেয়ে
সেথায় ছিল
অল্প দেখাতেই তাকে
লাগে ভাল।
চেহারা তার মায়ায়
যেমন,
কথা বার্তায় মধুর
আপন।
সুখের হাসি, সুরের
বলা, বিজলী
চোখের চাওয়া,
হৃদয়েতে লাগছে ভাল,
প্রেমের পরশ
পাওয়া।
মোবাইল ফোনের বিস্তারিত,
পাকলিককে ভালই বুঝিয়ে
দিত।
আকাশ ছোঁয়া মোবাইল
দামে,
সবাই কি আর
কিনতে জানে?
উদ্দেশ্য কি আর
শুধু মোবাইল
নয়রে,
সবার ভাবনা তাকেই
ঘিরে।
ইস্ত্রী ভাজের মিষ্টি
কথা,
পড়ছে নাযে কারো
চোখের পাতা।
বিশেষ করে পুরুষ
গণে,
ভির বাড়াচ্ছে তারই
পানে।
আমি কেন ভয়ে
আছি -
লজ্জা পাচ্ছি মিছামিছি,
তাইতে দুরে সরে
যাচ্ছি,
চোখ দুটো তবুও
তার কাছাকাছি।
অবশেষে ফিরে এলাম,
তার চিন্তা মাথায়
রেখে দিলাম-
সকাল বেলা ভূলে
গেলাম,
নতুন কাউকে খুঁজে
পেলাম।